ঘুমের মধ্যে পুড়ে অঙ্গার চাচা-ভাতিজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১২:২০| আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:২৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজলার শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারিমোড়ের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার শাহ্ আলম মিয়ার ছেলে বায়জীদ মিয়া (১৮) এবং একই গ্রামের খলিল মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বায়জীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারিমোড়ের একটি চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার রাতে দুর্গাপূজার প্রতীমা বিসর্জন দেখে দোকানে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়জীদ ও আলমগীর মারা যান। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা