বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের চেষ্টা চলছে: পাপন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৬:২৭| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৯:২৪
অ- অ+

ক্রিকেটাররা ধর্মঘট ডাকায় রীতিমতো ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার মিরপুরে বিসিবিতে এক জরুরি বৈঠকে পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ক্রিকেটারদের এই ধর্মঘটের পেছনে বড় কারণ আছে। বাংলাদেশের ক্রিকেটকে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এই যড়যন্ত্রকারী কারা তা শীঘ্রই প্রকাশ পাবে।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমার কথা হলো ওরা যে, ওরা আমাদের কাছে কেন আসল না? আমাদের কাছে না বলে মিডিয়ার কাছে বলল। ওরা জানে যে, ওরা যদি আমাদের কাছে এসে দাবির কথা বলে তাহলে আমরা মেনে নেব। তাতে তাদের উদ্দেশ্য সফল হবে না। আমি মনে করি, খেলা বন্ধ করা একটা প্লানের পার্ট। আমি স্বীকার করি, বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করতে ওরা সাকসেসফুল।’

তিনি আরো বলেন, ‘বুঝতে বাকি নাই যে, ওরা এখন পর্যন্ত কেন আসেনি। ফোন কেটে দেয়, ফোন ধরে না। এটা পুরোপুরি পূর্ব-পরিকল্পিত। এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে। এর আগেও চেষ্টা চলেছে। এটা দ্বিতীয় ধাপ। ভারত সফরে যদি না যায় তাহলে আসিসিরি কী প্রতিক্রিয়া হতে পারে বুঝতে পারছেন? আমরা এই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করব।’

বিসিবি বস বলেছেন, ‘আপনারা দেখেন কোন সময়টাতে ওরা খেলা বন্ধ করল। সামনের মাসে সফর। কোন ট্যুর? এটা ভেরি সিগনিফিক্যান্ট। আমাকে তো সাংবাদিকরাই বলেছেন, ভারতে সিরিজের ব্যবস্থা করেন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভারতে ফুল সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এতো কষ্ট করে ফুল সিরিজ ইন্ডিয়াতে আসল। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এমন সময় ওরা স্ট্রাইক করল।’

পাপন বলেন, ‘আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, আইসিসি বোর্ড মিটিংয়ে যাই, তখন শুধু আলোচনা হতো, বাংলাদেশ টেস্ট থেকে বাদ। বাংলাদেশ, জিম্বাবুয়ের সাথে তারা টেস্ট খেলবে না। ঘুরাই ঘুরাই এতো কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি। বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে।’

তিনি বলেন, ‘কালকে থেকে আমার ফিটনেস, কন্ডিশনিং ক্যাম্প। ২৫ তারিখ থেকে ন্যাশনাল টিমের কোচিং। নতুন একজন কোচ এসেছেন, ভেট্রোরি এসেছেন। জানি, ওদের কোচ পছন্দ নয়। একবার তো শুনেছি যে, ওরা কোচই চায় না। এখন দেশি কোচ চায়। এখন কোচ কী খেলোয়াড়দের কাছে শুনে ঠিক করতে হবে? তারপরও তো আমরা ক্রিকেটারদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করি।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনারা কী করবেন আপনারা জানেন। আমার ধারণা বেশিরভাগ মানুষ ক্রিকেটকে ভালোবাসে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিকেটেকে ভালোবাসেন। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার চেষ্টা চলছে। এগুলো কারা করছে তা আমরা জানি। ষড়যন্ত্রকারীরা চায় আইসিসি জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটের উপরও স্যাংশন আরোপ করুক।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা