ইমার্জিং এশিয়া কাপের দলে সৌম্য-আফিফ-আমিনুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১৮:২৭

ইমার্জিং এশিয়া কাপের আসন্ন আসরের জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্ত।

এই স্কোয়াডে যারা সুযোগ পেয়েছেন তাদের বেশিরভাগই জাতীয় দল এবং এইচপি দলের খেলোয়াড়। বর্তমানে ভারতে সিরিজ খেলতে ব্যস্ত থাকা সৌম্য, নাঈম শেখ, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব এই দলে সুযোগ পেয়েছেন।

আগামী ১৪-২৩ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই আসর। গ্রুপ ‘এ’তে লড়াই করবে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। গ্রুপ ‘বি’তে লড়াই করবে বাংলাদেশ, ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো হবে কক্সবাজার ও বিকেএসপিতে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০ ও ২১ নভেম্বর হবে সেমিফাইনাল। ২৩ নভেম্বর হবে ফাইনাল।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মেহেদী হাসান।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :