বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আফগানদের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:৫২
অ- অ+

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে টি-২০ সিরিজ ছিনিয়ে নিল আফগানিস্তান৷ রবিবার ক্যারিবিয়ানদের তৃতীয় টি-২০ ম্যাচে হারানোর সুবাদে ২-১ ব্যবধানে সংক্ষিপ্ত ফরম্যাটে তিন ম্যাচের সিরিজের দখল নিল আফগানরা৷

লক্ষ্ণৌয়ে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে রশীদ খানরা৷ নবাগত উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ অনবদ্য হাফ সেঞ্চুরি করেন৷

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের বেশি তুলতে পারেনি৷ ব্যর্থ হয় শাই হোপের হাফ সেঞ্চুরি৷ আফগানিস্তান ২৯ রানের ব্যবধানে জিতে যায় ম্যাচ৷ বল হাতে আফগানদের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন আর এক নবাগত পেসার নাভিন-উল-হক৷

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন রহমানুল্লাহ৷ এটিই তাঁর টি-২০ তথা আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ ৫২ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৬টি চার ও ৫টি ছক্কা মারেন৷ এছাড়া আসগার আফগান ২৪, মোহাম্মদ নবী ১৫ ও নাজিবুল্লাহ জাদরান ১৪ রানের যোগদান রাখেন৷ শেলডন কটরেল, কেজরিক উইলিয়ামস ও কিমো পল ২টি করে উইকেট দখল করেন৷ ১টি উইকেট নেন ক্যাপ্টেন পোলার্ড৷

যদিও ব্যাট হাতে শাই হোপ ছাড়া ক্যারিবিয়ানদের হয়ে কেউই প্রভাবশালী প্রমাণিত হননি৷ হোপ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫২ রান করেন৷ ওপেনার লুইস করেন ২৪ রান৷ পোলার্ডের অবদান ১১৷ নাভিন-উল-হক ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন৷ ১টি করে উইকেট নেন মুজিব, করিম, নাইব ও রশীদ খান৷ ম্যাচের সেরা হন রহমানুল্লাহ৷ সিরিজ সেরা করিম৷

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা