জাদেজার স্ট্যাম্প ওড়ালেন রাহি

মধ্যাহ্ণ বিরতি থেকে ফিরেই আঘাত হানলেন আবু জায়েদ রাহি। রবীন্দ্র জাদেজার স্ট্যাম্প ওড়ালেন তিনি। বিরতির পর প্রথম ওভারেই বোলিং এসে তিনি এই ম্যাচে প্রথমবারের মতো সাফল্যের দেখা পান। ৪১ বলে ১২ রান করেছেন জাদেজা।
কলকাতায় দিবারাত্রির টেস্টে আজ দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৯৭ রান। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১০৬ রান করে অলআউট হয়েছিল। এরপর ভারত ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৪ রান করে দিনের খেলা শেষ করে।
গতকাল দিন শেষে ব্যক্তিগত ৫৯ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। ২৩ রানে অপরাজিত ছিলেন রাহানে। আজ দিনের প্রথম সেশনে তাইজুলের বলে ইবাদতের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রাহানে। ফেরার আগে ৫১ রান করেছেন তিনি। প্রথম সেশনেই সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক কোহলি।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এসইউএল)

মন্তব্য করুন