অর্থমন্ত্রীকে রিহ্যাবের ধন্যবাদ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:৫১
অ- অ+

৯ শতাংশ সুদে ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)-এর ঋণ বৃদ্ধি করার প্রস্তাবে সম্মতি দেয়ায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হবেন। আমরা আশা করছি, খুব দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আবাসন খাতে ঋণ সুবিধা বৃদ্ধি এই খাতে ফলপ্রসূ ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে। লিংকেজ শিল্পগুলো আরো প্রসার লাভ করবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ১ কোটি ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে। নতুন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-এর গৃহঋণ বৃদ্ধির প্রস্তাবে সরকার সম্মতি জানায়। আমরা রিহ্যাব-এর পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ক্রমবর্ধমান চাহিদা এবং বাস্তবতা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ বর্তমান সরকার প্রশংসার দাবিদার।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসার মেয়াদ বাড়াল ভারত
অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা