শ্রীলংকাকে হারিয়ে আশা বাঁচাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৬
অ- অ+

শ্রীলংকাকে হারিয়ে এসএ গেমসে নিজেদের সুযোগ ধরে রাখল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। বৃহস্পতিবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জয়লাভ করেছে। ‘মাস্ট উইন’ ম্যাচে এই জয়ের ফলে বাংলাদেশের সংগ্রহশালায় জমা পড়েছে চারটি মূল্যবান পয়েন্ট।

তারপরও শিরোপা দৌঁড়ে টিকে থাকতে হলে রাউন্ড রবিন লীগ পর্বের শেষ ম্যাচেও স্বাগতিক নেপালের বিপক্ষে তাদের জয় পেতে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর।

ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত এই লিড ধরে রেখে বিজয় নিশ্চিত করে লাল সবুজের দলটি। শ্রীলংকাও আপ্রাণ চেষ্টা করেছে গোলটি পরিশোধের জন্য। তবে ফিনিশারের অভাবে সফল হয়নি তারা।

এর আগে প্রথম ম্যাচে ভুটানের কাছে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এগিয়ে যাবার পরও ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। লীগ পর্বের শীর্ষ দু’টি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, জামাল ভুঁইয়া, বিপ্লব আহমেদ, মোহাম্মদ রবিউল হাসান, মোহাম্মদ আল আমিন, মাহবুবুর রহমান, স্বাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রকিব হোসেন, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।

(ঢাকাটাইমস/৫ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা