ফের মাঠেই তরুণ ক্রিকেটারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪১
অ- অ+

ক্রিকেট মাঠ থেকে ঝরে গেল আরও এক প্রতিভা। হৃদরোগে আক্রাস্ত হয়ে মাঠের মধ্যেই মুত্যু বরণ করেন ভারতের ত্রিপুরার তুরণ ক্রিকেটার মিঠুন দেববর্মা।

মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে অনুর্ধ্ব ২৩ দলের খেলা চলছিল। প্র্যাকটিস ম্যাচ হলেও পুরোদমেই চলছিল খেলা। সেসময়ই হঠাৎ মাঠে পড়ে যান মিঠুন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকদের তরফেও তাঁর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হয়েছে।

গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা ক্রিকেট মহলে। ক্রিকেট মাঠে মৃত্যু অবশ্য এই প্রথম নয়। সেই ফিল হিউজ থেকে কলকাতা ময়দানের তরুণ খেলোয়ারের মৃত্যু- বারবার ক্রিকেট মাঠের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় নতুন সংযোজন মিঠুন দেববর্মা।

এর আগে ক্রিকেট মাঠে খেলোয়ারের মৃত্যু হয়েছে কলকাতা ময়দানেও। মৃতের নাম সনু যাদব। তাঁর বাড়ি একবালপুরে। বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার ছিলেন সনু। ময়দানের বাটা স্পোর্টস গ্রাউন্ডে বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ডিভিশনের খেলোয়াররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন সেদিন। সেই সময় ব্যাটিং করার পরপরই অসুস্থ বোধ করেন সনু। কিছুক্ষণের জন্য আবার ঠিকও হন। কিন্তু তারপরই আবার জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় সিএবিতে। কিন্তু তার আগেই সনুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এসএসকেএমে আনা হলেও সেখানে তাঁকে মৃত বলেই ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা