সোনা জিততে পারল না জামাল ভূঁইয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৭ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৭

এসএ গেমসের ১৩ তম আসরেও সোনা জেতা হল না বাংলাদেশের। ৯ বছরের আক্ষেপ ঘোচাতে গিয়ে অপেক্ষার সময় বাড়লো আবারও। ডু অর ডাই ম্যাচে আজ স্বাগতিক নেপালের কাছে ১-০ তে হেরে ফাইনালে যাওয়া হলনা বাংলাদেশের। ম্যাচের একমাত্র গোলটি করেন সুনীল বাল।

প্রথমার্ধে শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ চালাতে থাকে নেপাল। ফলাফলও পেয়ে যায় দ্রুত । ১১ মিনিটে বাংলাদেশের শক্ত রক্ষণকে বোকা বানিয়ে নেপালকে লিড এনে দেন সুনীল বাল।

সুনীল বালের গোলের পরেই রক্ষণাত্মক খেলা খেলতে থাকে নেপাল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল জীবন এবং রবিউল। কিন্তু আনাড়ি ফিনিশিংয়ে গোল পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে বেশ চনমনে মনে হলেও দূর্বলতা ছিল ফিনিশিংয়েই। জীবনের একের পর এক বোকামিতে গোলবঞ্চিত হয়েছে বাংলাদেশ। খেলার ৬০ মিনিটে জীবনের পরিবর্তে মাঠে নামে ইব্রাহিম।

ইব্রাহিম মাঠে নেমেই বেশ কিছু সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেননি। অগোছালো পাস, লংপাস দূরে ঠেলে দিয়েছে জয় থেকে।

৬০ মিনিটের পরে হালকা ট্যাকলে দুর্দান্ত অভিনয় শুরু করে নেপালী ফুটবলাররা। একের পর এক ফুটবলার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে থাকে সময় নষ্ট করার উদ্দেশ্যে।

৮৮ মিনিটে অযথাই ফাউলের অভিনয় করে রেফারি জামাল ভুঁইয়াকে হলুদ কার্ড দেখান। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আবারও অভিনয় করলে জামাল ভুঁইয়া রেগে যান। ফলে উষ্ণ বাক্য বিনিময়ের এক পর্যায়ে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক জামাল ভুঁইয়া।

শেষ পর্যন্ত নেপালের কাছে ১-০ তে হেরে সোনা জয়ের মিশন ব্যর্থ হল জামাল ভুঁইয়াদের।

(ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :