ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আকর্ষণ দীপিকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:৫২
অ- অ+

সিরিজের ফল আপাতত ১-১। আজ মুম্বাইয়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যে দল জিতবে, সিরিজ তাদেরই। আকর্ষণীয় এই ক্রিকেট দ্বৈরথ দেখতে বুধবার হাজির থাকবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। খেলা দেখার পাশাপাশি সম্প্রচারকারী সংস্থার স্টুডিওতেও হাজির থাকবেন দীপিকা। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথা বলা ছাড়াও একটি বিশেষ বিষয় নিয়েও মতামত ব্যক্ত করবেন তিনি।

ভারতে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। তাই সমাজে নারীদের সুরক্ষা নিয়ে খেলা শুরুর আগে বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে নিজের মত জানাবেন দীপিকা।

টি-টোয়েন্টির পরেই শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। সেখানেও মিশেল ঘটবে ক্রিকেট ও বিনোদনের। ১৬ ডিসেম্বর খেলার আগে ম্যাচ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে আসবেন সালমান খান। ২২ ডিসেম্বর ম্যাচ শুরুর আগে স্টুডিওতে আসবেন অভিনেতা অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঁঝ। দু’দিনই খেলা শুরুর আগে বলিউড তারকারা টিভিতে আসবেন বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায়।

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা