ঝাড়খণ্ডে নতুন সরকার, হেমন্তের শপথ ২৭ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৫১| আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৩২
অ- অ+

বিজেপিকে হটিয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ক্ষমতায় এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট। সোমবার ফল বেরনোর পর সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে জোট। মুখ্যমন্ত্রী হিসেবে ২৭ ডিসেম্বর শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সোরেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জোটের মধ্যে মুখ্যমন্ত্রীর দাবিদার নিয়ে কোনো টানাপড়েন নেই। প্রাথমিকভাবে মন্ত্রিসভার রূপরেখাও তৈরি করে ফেলেছেন জোট নেতারা।

সোমবার দুপুর পর্যন্ত বিজেপি আশায় ছিল, ফল হতে পারে ত্রিশঙ্কু। কিন্তু বেলা যত গড়িয়েছে, পাল্লা ঝুঁকে পড়েছে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের দিকে। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় শেষ পর্যন্ত জোটের দখলে গিয়েছে ৪৭টি আসন। যার মধ্যে জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি একটি আসন পেয়েছে। ফলে ম্যাজিক ফিগার ৪১ পেরিয়ে গিয়েছে অনায়াসে। পরিষ্কার হয়েছে সরকার গঠনের রাস্তা।

মন্ত্রিসভার রূপরেখা কেমন হতে পারে, তা নিয়েও একটি ফর্মুলা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রীসহ ৬টি দফতর থাকবে জেএমএম এর হাতে। কংগ্রেসের হাতে থাকতে পারে বিধানসভার স্পিকারসহ ৫টি দফতর। একটি দফতর দেওয়া হতে পারে লালুপ্রসাদের দল আরজেডিকে।

উল্টো দিকে বিজেপি শিবিরে তেমন উৎসাহ নেই। হতোদ্যম রাজ্য নেতাদের অনেকেই। এমনকি, বিরোধী দলনেতা নির্বাচন নিয়েও তেমন আগ্রহ দেখা যায়নি দলের অভ্যন্তরে। মুখ্যমন্ত্রীর পদ থেকে গত কালই রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছেন রঘুবর দাস। তিনি নিজেও হেরে গিয়েছেন।

ঢাকা টাইমস/২৪ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের
কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না: ডা. হারুন
জুলাই শহীদরা জানত না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে : ইশরাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা