তিন শতাধিক শীতার্তের পাশে প্যানেল মেয়র ডেইজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৮
অ- অ+

তিন শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি। ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নাগরিকদের প্রতি আনুরোধ করেছেন তিনি।

রবি ও সোমবার রাতে ডিএনসিসির ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ করেন। ডেইজি এই তিন ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর।

এসব ওয়ার্ডের বেড়িবাঁধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আসাদ এভিনিউ, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে সড়কের পাশে বসবাসকারী ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এবিষয়ে ডেইজি বলেন, ‘সঠিকভাবে তাদের হাতে শীতবস্ত্র পৌঁছানোর জন্য আমি মাঝরাতে তাদের কাছে নিজহাতে পৌঁছে দিই। এমনও লোক দেখেছি শুধু পলিথিন গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে খোলা জায়গায় ঘুমিয়ে আছেন। এই দৃশ্য অমানবিক।’

সামর্থ্যবার নাগরিকদের প্রতি তিনি বলেন, ‘আমি আহ্বান করি যার যার সাধ্যমত যতটুকুই পারেন সরকারের দিকে না তাকিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবোয়ন করতে পারবো।’

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
এমন দেশ চাই যেখানে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না: ব্যারিস্টার অসীম
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা