১২০ বছরের বটতলী মাদ্রাসার দস্তারবন্দি শনি ও রবিবার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ২৩:৪৫
অ- অ+

লক্ষ্মীপুরের ১২০ বছরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিসের (বটতলী মাদ্রাসা) দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ৪-৫ জানুয়ারি, শনি ও রবিবার। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা যায়, প্রথম দিনে প্রধান মেহমান বেফাকের মহাসচিব এবং জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল কুদ্দুস। এছাড়া বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম (বাবা হুজুর), জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশীদ, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার মুহতামিম মুফতী মুসতাকুন্নবী কাসেমী, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী প্রথম দিন বয়ান করবেন।

আর দ্বিতীয় দিনে প্রধান মেহমান থাকবেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর। ঢাকার মুফতী দিলাওয়ার হুসাইন, ফেনীর ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনী জামিয়া আজিজিয়ার শাইখুল হাদীস আল্লামা কামালুদ্দীন, উজানীর বর্তমান পীর মাওলানা আশেকে এলাহী, মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মুস্তাফিজুর রহমান, নোয়াখালী জামেয়া রহমানিয়া মহব্বতপুরের মুহতামিম মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ এদিন বয়ান করবেন।

জামিয়ার মুহাদ্দিস মুফতী ইউনুস আহমদ জানিয়েছেন, দস্তারবন্দি উপলক্ষে ছাত্রদের উদ্যোগে এবার আরবি-বাংলাসহ চার ভাষায় দেয়ালিকা প্রকাশ করা হবে। এছাড়াও দস্তারবন্দি স্মারকসহ আলাদা তিনটি বই প্রকাশ হচ্ছে।

মাদরাসার মুহতামিম মুফতী মামুন বিন শাইখ আব্দুল কবীর দেশবাসীর কাছে সম্মেলনের সফলতার জন্য দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীর পরে দেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা এটি। খ্যাতিমান বুজুর্গ মাওলানা আব্দুল আজিজ [জনাবওয়ালা] এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা