ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে বললেন তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৬

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার বিকালে উত্তর খান হেলাল মার্কেটে পথসভায় তিনি এই আহ্বান জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘ভবিষ্যতে উন্নয়ন দেখতে চাইলে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। সরকার আপনাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে। আপনারা ভোটকেন্দ্রে না গেলে তারা ভোট চুরি করতে পারবে। সুতরাং আপনাদের অবশ্যই কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে।’ ভোটের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিএনপির প্রার্থী বলেন, ‘আপনারা ১৯৯১ সালে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়া আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা কি প্রস্তুত আছেন? সাহস করে আপনাদের এগিয়ে আসতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়া উত্তর খান বিএনপির সভাপতি আহসান হাবীব আহসান, ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বেপারী, সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী আইরিন সুলতানা লাকী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :