ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে বললেন তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৬
অ- অ+

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার বিকালে উত্তর খান হেলাল মার্কেটে পথসভায় তিনি এই আহ্বান জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘ভবিষ্যতে উন্নয়ন দেখতে চাইলে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। সরকার আপনাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে। আপনারা ভোটকেন্দ্রে না গেলে তারা ভোট চুরি করতে পারবে। সুতরাং আপনাদের অবশ্যই কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে।’ ভোটের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিএনপির প্রার্থী বলেন, ‘আপনারা ১৯৯১ সালে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়া আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা কি প্রস্তুত আছেন? সাহস করে আপনাদের এগিয়ে আসতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়া উত্তর খান বিএনপির সভাপতি আহসান হাবীব আহসান, ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বেপারী, সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী আইরিন সুলতানা লাকী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা