গফরগাঁওয়ে বাসের ধাক্কায় যুবদল নেতা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:৫২| আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১১:১৮
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোহাগ (৪২) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামরুজ্জামান সোহাগের মৃত্যুতে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুবদলের একাধিক নেতা জানান, সোমবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস কামরুজ্জামান সোহাগকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা