প্রথম টেস্টে থাকছেন না ইমরুল!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১০:৩৬| আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১১:৪৫
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু বিপিএল চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইমরুল। অন্যদিকে, কব্জির ইনজুরিতে ভুগছেন সাদমান।

দুজনই আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেও অনিশ্চিত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, বিসিএলের প্রথম রাউন্ডে সাদমানকে বিবেচনায় না আনার জন্য ম্যানেজমেন্টকে বলা হয়েছে। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

তার মতে, ইমরুল কায়েস উন্নতি করলেও খেলায় ফিরতে তার আরও সময় প্রয়োজন। তাকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট না খেলার কথা বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা