কাপ্তাই লেকে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫২| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪
অ- অ+

রাঙ্গামাটির কাপ্তাই লেকে নৌকাডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার কাপ্তাই লেকের ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় নৌকাটি ডুবে যায়।

জানা যায়, সুবলং যাওয়ার পথে সকালে ডিসি বাংলো এলাকায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়ে পাঁচটি মরদেহ উদ্ধার করে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি। তারা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

অনদিকে কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) পিকনিকের একটি নৌকা ডুবে গেছে।

ওই নৌকার অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা