বাগেরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩০
অ- অ+

বাগেরহাটের কচুয়ায় চোর সন্দেহে অজ্ঞাতনামা পরিচয় (২৮) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার ভোরে উপজেলার বারইখালী গ্রামে এই ঘটনা ঘটে।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারইখালী গ্রামের বাসিন্দা ছোমেদ হাওলাদারের বাড়িতে চুরি করে পালানোর সময় গনপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, রবিবার রাত ৩টার দিকে দুই-তিনজনের একদল চোর কচুয়ার বারইখালী গ্রামের ছোমেদ হাওলাদারের ঘরে ঢুকে। এ সময় বাড়ির মালিক ঘরে চোরের উপস্থিতি টের পেয়ে জেগে উঠেন। এ সময় ওই চোরের দল তাদের কাছে থাকা ধরালো অস্ত্র দিয়ে ছোমেদকে ভয় দেখিয়ে বেশকিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির মালিক বেরিয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে অজ্ঞাত পরিচয় একজনকে ধরে গনপিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গ্রামবাসী। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা