বোয়ালমারীতে জাতীয় বিমা দিবসে র্যালি

ফরিদপুরের বোয়ালমারীতে ‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পালিত হয়েছে জাতীয় বিমা দিবস।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে অংশ নেন- উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভাইস-চেয়ারম্যান রাসেল রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, ‘বোয়ালমারী বার্তা’র সম্পাদক ও প্রকাশক কোরবান আলী, পপুলার ইন্সুরেন্সের অতিরিক্ত প্রকল্প পরিচালক আতিকুল ইসলাম মিন্টু, জেলা সমন্বয়কারী মুন্সী সিরাজুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেডের শাখা ব্যবস্থাপক নাজমা ইয়াসমিনসহ বিভিন্ন বিমা কোম্পানির কর্মকর্তা ও গ্রাহকরা।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ১ মার্চ জাতীয় বিমা দিবস ঘোষণা করেছে সরকার।
(ঢাকাটাইমস/১মার্চ/পিএল/এলএ)

মন্তব্য করুন