তিন সপ্তাহ মাঠের বাইরে ইমরুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ০৯:৪১

পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) সামনে রেখে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারের আসরে অংশগ্রহণ করার কথা ছিল তার।

আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ডিপিএল। প্রথম তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। ইমরুল কায়েস বলেছেন, ‘ফিল্ডিং অনুশীলনের সময় আমি গোঁড়ালির ইনজুরিতে পড়েছি। ডাক্তার বলেছেন অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট বঙ্গবন্ধু বিপিএলে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এই ওপেনার। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি পাকিস্তান সফর মিস করেন।

নতুন করে যখন ডিপিএলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ফের ইনজুরিতে পড়লেন তিনি। তবে এতে আপসেট নন ইমরুল। তিনি বলেছেন, ‘ইনজুরি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার হাতে নেই। আমি ভালো প্রস্তুতি নিয়েছিলাম। আশা করছি পরিপূর্ণ সুস্থ হবার পর আমি আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারব।’

(ঢাকাটাইমস/১১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :