অস্ট্রিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে

তামিম হাসান, অস্ট্রিয়া
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ২২:৫৮

অস্ট্রিয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। বুধবার সকাল পৌনে ৭টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৫২৬৫ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১১ জন এবং আইসিইউতে আছেন ২৪ জন। মৃতের সংখ্যা ২৮ জন।

অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরোল প্রদেশে ১৩৩৮ জন। রাজধানী ভিয়েনাতে আক্রান্তের সংখ্যা ৬৭৭ জন। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে অস্ট্রিয়ার সরকার জনসাধারণের ঘরের বাইরে যাওয়ার উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, সেটি আগামী এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

অস্ট্রিয়ার পুলিশ প্রশাসন এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

অস্ট্রিয়ার স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছেম অযথা বাইরে দুই-তিনজন একসাথে ঘোরাফেরা করার জন্য ইতোমধ্যে অনেককেই জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ার সরকার একদিনে ১৫০০০ করোনাভাইরাস টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৫সার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :