মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়াল যুক্তরাষ্ট্র, আক্রান্ত পৌনে ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ০৮:৩২
অ- অ+

করোনায় দিশেহারা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত ও আক্রান্ত ব্যক্তির সংখ্যা।

অনেক আগে আক্রান্তের সংখ্যায় সবাই উপরে ছিল দেশটি। এখন হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যাটাও। প্রতিদিন সহস্রাধিক মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে মারা যাচ্ছেন।

গতকাল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪০৬ জন। এর ফলে মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে ইতালির পরেই অবস্থান দেশটির।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর এখন মোট সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন। প্রতিদিন এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েছে। আর বর্তমানে মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে উইওমিং অঙ্গরাজ্যে এখনো করোনায় কারও মৃত্যু হয়নি।

করোনায় বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি। সেখানে করোনায় আক্রান্ত দেড় লক্ষাধিক মানুষের মধ্যে ৬ হাজারের বেশি মারা গেছে।

বিশ্বের ১৬ লাখেরও বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫৩ হাজার ২২২ জন।

ইতালিতে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। এছাড়া ১ লাখ ১৮ হাজার এবং ১ লাখ ১৭ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

মৃতের সংখ্যায় সবার ওপরে আছে ইউরোপের দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত ১৮ হাজার ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর তৃতীয় স্থানে আছেন স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৪৪৭ জন।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা