টম অ্যান্ড জেরির পরিচালক ডিন ডিচের প্রয়াণ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ২০:৫৭
অ- অ+

করোনায় যখন পৃথিবী কাঁদছে তখন ঘরবন্দী মানুষের আনন্দের খোরাক অনেকটা মেটাচ্ছে ‘টম অ্যান্ড জেরি’। কিন্তু বিষাদের খবর হচ্ছে জনপ্রিয় এই কার্টুন সিরিজের অন্যতম পরিচালক জিন ডিচ আর নেই। ৯৫ বয়সী এই নির্মাতা মহাজাগতিক যাত্রায় যাত্রী হয়েছেন। খবরটি টুইট করেছেন প্রকাশক পেট্র হিমেল।

জিন ডিচের জন্ম মর্কিন মুলুকে হলেও জীবনের সিংহভাগ কেটেছে চেক প্রজাতন্ত্রের প্রাগে। বৃহস্পতিবার সেখানেই লিটল কোয়ার্টার এলাকায় নিজের ফ্ল্যাটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

‘টম অ্যান্ড জেরি’ সিরিজের জন্য বিশ্বময় পরিচিত হলেও তিনি একজন অস্কারজয়ী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতাও। তার তৈরি স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি ‘মনরো’১৯৬০ সালে অস্কার জেতে। তার প্রযোজিত ‘সিডনিজ ফ্যামিলি ট্রি’ ১৯৫৮ সালে অস্কারের জন্য মনোনীত হয়।

এই নির্মাতার পুরো নাম ইউজিন মেরিল ডেইচ। যদিও জিন ডিচ নামেই তিনি সুপরিচিত। ক্যারিয়ারের শুরুতে উত্তর আমেরিকার বিমানবাহিনীতে ড্রাফটস-ম্যান হিসেবে কাজ করেন জিন। পরে সেনাবাহিনী এবং বিমানবাহিনীর পাইলট হিসেবেও প্রশিক্ষণ নিয়েছেন। তবে স্বাস্থ্যগত কারণে ১৯৪৪ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপরেই শুরু হয় তার শিল্পীজীবন, প্রবেশ করেন অ্যানিমেশনের জগতে।

টেরিটুনস,আন্ডার ২০ সেঞ্চুরি ফক্সের শিল্প নির্দেশক হিসেবে কাজ অনেক দিন কাজ করেছেন জিন সিডনি এলিফ্যান্ট, গ্যাস্টন লে ক্রাইওন, ক্লিন্ট ক্লোবার এবং টেরেবল থম্পসনের মতো চরিত্রগুলো তারই তৈরি।

জিন ডিচ তার স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাটগ্রাম সীমান্ত: দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ 
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা