আইফোন ব্যবহারে ভীত পৃথিবীর পঞ্চম ধনী ওয়ারেন বাফেট

আইফোন ব্যবহারে ভীত পৃথিবীর পঞ্চম ধনী ওয়ারেন বাফেট
তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
ওয়ারেন বাফেটকে শিক্ষক হিসেবে মানেন অ্যাপল প্রধান টিম কুক। কেননা, তিনি তার বিচক্ষণতার জন্য বিখ্যাত। যার রয়েছে ব্যবসায়িক বুদ্ধি।
এবছরের শুরুতে ওয়ারেন বাফেটের হাতে আইফোন তুলে দেয়া হয়। এর আগে তিনি স্যামসাংয়ের একটি ফ্লিপ ফোন ব্যবহার করতেন।
ইয়াহুকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ারেন বাফেট বলেন, আমার আইফোনে মানুষ যখন ফোন করে তখন ফোনের রিং বাজলেই আমি ভীত হয়ে পড়ি। আমি আসলে আইফোন ব্যবহারে অভ্যস্ত নই।
ওয়ারেন বাফেট আইফোনের অংশীদার হলেও অতি সম্প্রতি তিনি আইফোন ব্যবহার শুরু করেছেন। ২০২০ সালে এসে তার হাতে উঠল আইফোন। এর আগে তিনি স্যামসাংয়ের একটি ফ্লিপ ফোন ব্যবহার করতেন। বাফেট এখন আইফোন ১১ ব্যবহার করছেন।
ওয়ারেন বাফেট অ্যাপলের শেয়ারের একটা অংশীদার। কিছুদিন আগে অ্যাপলের সিইও টিম কুক ওয়ারেন বাফেটকে আইফোন ব্যবহার করতে শিখিয়েছেন।
ঢাকাটাইমস/২মে/এজেড)

মন্তব্য করুন