আহত পাহাড়ি যুবককে হেলিকপ্টারে চট্টগ্রাম নেয়া হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২০, ১৯:২৪
অ- অ+

জুম চাষের সময় অসাবধানতাবশত উঁচু টিলা থেকে নিচে পড়ে যাওয়া পাহাড়ি যুবককে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম নেয়া হয়েছে।

রবিবার বিকালে রাঙামাটির জহুর ঘাঁটির থেকে একটি বিশেষ হেলিকপ্টারে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় ওই যুবককে হাসপাতালে নেয়া হয়। এর আগে ২৯ এপ্রিল যতীন ত্রিপুরা নামের ওই যুবক পাহাড় থেকে পড়ে বাঁশের আঘাতে গুরুত্বর জখম হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে পড়ে বাঁশের আঘাতে মারাত্মকভাবে জখম হয় যতীন ত্রিপুরা। দুর্গম এলাকায় চিকিৎসার অভাবে তাকে প্রাথমিকভাবে জপুই বিওপিতে আনা হয় এবং বিজিবি ক্যাম্পে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আঘাত হওয়ায় বিজিবি বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে অবহিত করে। পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আহতকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিকালে বিমানবাহিনীর জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীন ত্রিপুরাতে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে ও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ইতিপূর্বেও বিভিন্ন সময় মানবিক দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

(ঢাকাটাইমস/০৩মে/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা