তারবিহীন ইয়ারফোন আনল ওয়ানপ্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৯:০৭

তারবিহীন ইয়ারফোন আনল ওয়ানপ্লাস। মডেল বুলেটস ওয়্যারলেস জেড। মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে এই ইয়ারফোন টানা ১০ ঘণ্টা চালানো যাবে।।

আগের ভার্সনের মতোই বুলেটস ওয়্যারলেস জেডে থাকছে ম্যাগনেটিক কন্ট্রোল, কুইক পেয়ার ও কুইক সুইচ।

ওয়ানপ্লাস জানিয়েছে, ডিভাইসটি আইপি ৫৫ সার্টিফায়েড। অর্থাৎ ফলে ঘাম ও পানিতে এই ইয়ারফোনের ক্ষতি হবে না। থাকছে ৯.২ মিমি ডাইনামিক ড্রাইভার।

গেম খেলার জন্য থাকছে লো লেটেন্সি মোড। নতুন ইয়ারফোনের ওজন ২৮ গ্রাম। এতে ব্লুটুথ ৫ এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। বাক্সের মধ্যে থাকবে তিনটি সিলিকন ইয়ারবাড।

(ঢাকাটাইমস/৯মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :