কুলিয়ারচরে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ১৭:০৯
অ- অ+

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে কুলিয়ারচর পৌর শহরে আশ্রবপুরে গণধর্ষণের শিকার হন ওই নারী। এরপর রাত সাড়ে ১২টার দিকে ওই নারী ধর্ষণের অভিযোগ নিয়ে কুলিয়ারচর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভৈরব সার্কেল অফিসের উপ-পরিদর্শক (এএসপি) রেজুয়ান দিপুর নজরে পড়লে তার হস্তক্ষেপে কুলিয়ারচর থানায় ধর্ষণ মামলা গ্রহণ করা হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, প্রতিবন্ধী ওই নারীকে ৪/৫ জন বখাটে রাতে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি ধর্ষকদের নামও বলতে পারে। কিন্তু প্রথমে পুলিশ মামলা নেয়নি। এ ঘটনার পরদিন রাতে বিষয়টি এএসপি রেজুয়ান দিপুর হস্তক্ষেপে মামলা গ্রহণ করা হয়।

এ বিষয়ে এএসপি রেজওয়ান দীপু জানান, ভুক্তভোগীর জবানবন্দি শুনে ঘটনার সত্যতা পেয়ে থানায় ধর্ষণ মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৩০মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বগুড়ায় দাদি-নাতবউকে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার  
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা