করোনায় ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১৩:২৮

একসময় করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছিল ইতালি। এবার সংক্রমণের বিচারে ইতালিকেও পেছনে ফেলেছে ভারত। ভারতে করোনা শনাক্তের সংখ্যা ইতিমধ্যে ২ লক্ষ ৩৫ হাজার পেরিয়ে গেছে।

গত সপ্তাহে চীনকে পার করেছিল ভারত। দেশটিতে ২৯ মে থেকে প্রত্যেকদিন ৮০০০ বা তার বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসছে। ২ জুন ২ লক্ষ পেরিয়ে যায় আক্রান্তের সংখ্যা। এখন প্রত্যেক ১৫ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।

বিশেষজ্ঞরা আশঙ্কার বার্তা দিয়ে বলছেন, এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসবে, অর্থাৎ ভারতে সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংক্রমণের হার এই গতিতে থাকলে চলতি সপ্তাহের শেষে স্পেনকে পিছনে ফেলে দেবে ভারত। জুনের মাঝামাথি ব্রিটেনকে পেরিয়ে যাবে।

চীনের একদল গবেষক জানিয়েছেন, ভারতে জুন মাসের মাঝামাঝি সময়ে দিনে ১৫ হাজার করে বাড়বে আক্রান্তের সংখ্যা।

ঢাকা টাইমস/০৬জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :