করোনাকালে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে ইশিখন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারি করোনা ভাইরাস। এই ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। ঘরে বসেই সবাই অনলাইনের মাধ্যমে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার ঘরে বসেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেয়ার সুযোগ করে দিলো ইশিখন ডটকম।
প্রতিষ্ঠানটি একেবারে কম মূল্যে ২ হাজার জনকে অনলাইনে প্রশিক্ষণ দেবে।
অনলাইনে ২৫টি বিষয়ের ওপর প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইশিখন। তিন ও পাঁচ মাসব্যাপী তাদের কোর্সে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
গত ৫ বছর ধরে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবারে দুই হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইশিখন। দক্ষ ফ্রিল্যান্সার ও প্রশিক্ষকেরা অনলাইন কোর্স পরিচালনা করবেন।
আগামী ১০দিন পর্যন্ত প্রশিক্ষণের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। প্রতিটি কোর্সে ৬০ জন অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইব্রাহিম আকবর বলেন, আমরা গত ৫ বছর ধরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সারাদেশে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে এবার যেহেতু মরণব্যাধি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে , আমাদের ঘরে থাকবে হবে। তাই ঘরে বসেই আমাদের স্কিল ডেভেলপ করতে হবে।
যারা অনলাইনে লাইভ ক্লাস করতে পারবেন না, তারা অত্যন্ত স্বল্প মূল্যে কোর্সসমূহের ডিভিডি ক্রয় করেও শিখতে পারবেন
এবারে প্রশিক্ষণ শেষে সনদের পাশাপাশি বৃত্তি ও আয়ের সুযোগ করে দেবে ইশিখন। ১৮ হাজার টাকার সমমূল্যের কোর্স ১৯৯০ টাকায় এবং ১৫ হাজার টাকার সমমূল্যের কোর্স ১৪৯০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.eshikhon.com/pro-offer.
(ঢাকাটাইমস/৬জুন/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

বিমানের ইমেইল সার্ভার ফেরতের বিনিময়ে সাইবার দুর্বৃত্তদের দাবি ‘৫০ লাখ ডলার’, সময় বাকি তিন দিন

বায়োমেট্রিকে বিশ্বজয়: এফভিসি মূল্যায়নে প্রথম স্থান অধিকার টাইগার আইটির

ব্যবসায়িক কর্মকর্তাদের উৎসাহিত করতে মনস্টারল্যাব ইএস আয়োজন করেছে 'বিপিও বিয়ন্ড বর্ডারস'

ট্রান্সকম ফুডস লিমিটেডের ৭৫ জন কর্মকর্তাকে বাইক উপহার

'উন্নত ক্যামেরা আর প্রসেসরযুক্ত ইনফিনিক্স স্মার্টফোন কর্মসংস্থান তৈরি করতে সক্ষম'

দেশকে ডিজিটাল শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে এলো ‘মেধাবীর সুপারনোভা’ও ‘কিডস ব্রেইন বিল্ডার’

যাত্রা শুরু করল ই-কমার্স প্লাটফর্ম সোপিয়া

ভেটেরিনারি এডুকেশনের দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু আজ

সচল হয়েছে নেটওয়ার্ক, জানাল গ্রামীণফোন
