সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২০, ১১:৫১
অ- অ+

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে নকিয়া। মডেল নকিয়া এজ ম্যাক্স। এই ফোনে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। সঙ্গে রয়েছে শক্তিশালী প্রসেসর। ৮ জিবি র‌্যামের এই ফোনে ৪২ মেগাপিক্সেলের পিওর ভিউ ক্যামেরা থাকছে।

নকিয়ার নতুন এই ফোনে ৬.২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেয়া হয়েছে। এই ডিসপ্লেতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। এছাড়াও এতে ২.৫ ডি কার্ভড ডিসপ্লে সংযোজিত রয়েছে। ফলে অসাধারণ ভিইং অ্যাঙ্গেল পাওয়া যাবে।

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট রয়েছে। এতে অক্টাকোর সিপিই আছে। ৮ জিবি র‌্যামের সঙ্গে আছে ২৫৬ জিবি স্টোরেজ।

ছবির জন্য থাকছে ৪২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। ব্যাকআপের জন্য ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এতে ফাস্ট চার্জি সাপোর্ট রয়েছে।

ফোনটি বাজারে আসলে এর দাম হবে ৭৭০ ডলার।

(ঢাকাটাইমস/১৫জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
খিলগাঁওয়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধর, একজন গ্রেপ্তার
ছাত্র সমাজই জাতীয় পার্টির ভ্যানগার্ড: কাজী মামুন 
ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা