ঈশ্বরদীতে ফাঁস দিয়ে বেকার যুবকের আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০২০, ২২:০৯ | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ২২:০৫

ঈশ্বরদী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পাতিলাখালীতে করোনায় কর্মহীন হয়ে পড়া এক যুবক বেকারত্তের অভিশাপ সইতে না পেরে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফের (২৫) বাবা ফারুক হোসেনও বেকারত্ব জীবন নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইফের নানী সাবেক কাউন্সিলর সুফিয়া বেগম বাড়িতে মাংস রানা নিয়ে ব্যস্ত। সাইফের বাবা নিজের কাপড় চোপড় ধোয়া নিয়ে ব্যস্ত। এরই মধ্যে বাবা ফারুক কাজ না করে হোন্ডা নিয়ে ঘোরাঘুরি করার জন্য সাইফকে বকাবাজি শুরু করেন। নানা অপমানজনক কথা বার্তা বলে নামাজে চলে যান তিনি। এসময় অভিমান করে সাইফ ঘরের দরজা খোলা রেখেই আত্মহত্যা করে।

নিহত সাইফের তিনজন স্ত্রীর প্রথমজনের একটি সন্তান আছে। দ্বিতীয়জন বন্ধ্যা। আর তৃতীয়জন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নববিবাহিতা।

এদিকে আত্মহত্যার খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ লাশ উদ্ধারে এলে সেখানে তার পরিবারের লোকজন লাশ দিতে অস্বীকার করলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। এ খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের ২৫/৩০ জনের একটি দল লাঠি শোটা নিয়ে ওই বাড়িতে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

(ঢাকাটাইমস/১৯জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :