ব্রাহ্মণবাড়িয়ায় দুই কিশোরীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২১:০৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবার দুই কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রেমে প্রতারিত হয়ে অভিমানে তারা মৃত্যুকে বেছে নিয়েছে, এমন ধারণায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটিত হয়নি এখনো। পরিবারের দাবি হত্যা করা হয়েছে দুই কিশোরীকে।

গত ১৭ জুন বিকালে কসবার কুটি পোস্ট অফিসের পেছনের সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সোনিয়া (১৩) ও সুমাইয়ার (১৪) মরদেহ। দরিদ্র পরিবারের ঘনিষ্ট এই দুই বান্ধবীর একইসঙ্গে এমন মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা কি আত্মহত্যা করেছে, নাকি তাদেরকে কেউ হত্যা করেছে, এমন নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

এলাকায় আলোচনা রয়েছে ঘনিষ্ট এই দুই বান্ধবীর প্রেমিক ছিল একজনই। কিন্তু দুই বান্ধবী তা জানতনা। যখন জানতে পারে তখনই প্রেমিকের ওপর ক্ষোভ-অভিমানে আত্মহত্যা করে।

ঘটনার দিন দুপুর ২টার দিকে সোনিয়া ও সুমাইয়া ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় পোস্ট অফিসের ছাদে উঠার সিঁড়িতে তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে খবর পান পরিবারের লোকজন। ওই সিঁড়ির সপ্তম ধাপে একজনের এবং নবম ধাপে আরেকজনের নিথর দেহ ঝুলছিল। দুজনের নিজ ওড়নায় ফাঁস লাগানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তারা আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে। তবে নিহত সোনিয়ার বাবা বাবুল মিয়া ও মা নার্গিস বেগম বলেন, সোনিয়া ও সুমাইয়া ফাঁসি দিয়েছে এমন কোনো আলামত বুঝা যায়নি। কেউ তাদেরকে মেরেছে।

নিহত সুমাইয়ার মা মিনু বেগম বলেন, কিছুদিন আগে সবাই বলছে আমার মেয়ে পুলাপানের সঙ্গে কথা বলেছে। আমি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ফোন রেখে দেই। আমার মেয়ে খারাপ ছিল না।

তবে এলাকার অনেকে জানিয়েছেন প্রেমের সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটতে পারে। প্রেমিকের সঙ্গে অনেক দেনদরবারের স্বাক্ষী তারা। বিভিন্ন সময় দুই কিশোরী ও তাদের প্রেমিকের পরিবারকে সামলানোর হুঁশিয়ারও করেছিলেন আশপাশের মানুষ।

সোনিয়ার বাবা বাবুল পেশায় রিকশা চালক এবং সুমায়ার বাবা কুমিল্লায় শ্রমিকের কাজ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান স্বপন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, তারা রুবেল নামে এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।

(ঢাকাটাইমস/২৪জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :