প্রতারণায় স্বদেশ করপোরেশনের চেয়ারম্যান-জিএম আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২৩:৫৯

নকল স্যানিটাইজার পণ্য মজুদ এবং ঋণ দেয়ার নামে জামানত সংগ্রহ ও পরবর্তী সময়ে ঋণ না দিয়ে প্রতারণার অভিযোগে স্বদেশ করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও জিএম-কে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত মতিঝিলে মধুমিতা সিনেমা হলের বিপরীতে সমবায় ব্যাংক ভবনের পঞ্চম তলায় এই অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল কবির ও জিএম শফিকুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় প্রতিষ্ঠান থেকে বিপুল নকল হ্যান্ড সেনিটাইজার সামগ্রীও জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, স্বদেশ করপোরেশনের জামানত গ্রহণ ও ঋণ দেয়ার এখতিয়ার নেই। কিন্তু প্রতারণামূলকভাবে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়ার কথা বলে প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যক্তির কাছ থেকে ২০ কোটি টাকারও বেশি জামানত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ঋণ না পেয়ে গ্রহীতা যখন জামানত ফেরত চায়, সেটি না দিয়ে লেনদেন ও টাকাবিহীন একটি অ্যাকাউন্টের চেক দিতেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিকুল কবির।

ম্যাজিস্ট্রেট বলেন, এ প্রতিষ্ঠান নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা প্রচুর বিজ্ঞপ্তি ও রেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে পেয়েছি। যখন নতুন কোনো লোক আসে, তখন তাদেরকে ঋণগ্রহীতা সংগ্রহ ও তাদের কাছ থেকে জামানত আনতে বলে। সারাদেশে তাদের ২২টি ব্রাঞ্চ আছে। তবে এম্প্লয়ি রেজিস্ট্রার খুঁজে পাওয়া যায়নি। আর যারা কাজ করছেন, তাদেরও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। যখন নতুন কেউ আসে তখন তাকে ফিল্ডে পাঠিয়ে দেয়া হয়। কয়েক মাস কাজ করার পর সে যখন এদের বুঝতে পারে, তখন চলে যায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এই প্রতিষ্ঠানের কাগজপত্র অনুযায়ী টাকা ডিপোজিট নেয়া এবং লোন দেয়ার এখতিয়ার নেই। এছাড়া করোনার সুযোগে নকল হ্যান্ড সেনিটাইজার বিক্রি, নকল শিশু খাদ্য, বেভারেজ পণ্য, নকল মশার কয়েল উৎপাদন ও বিক্রি করছিল স্বদেশ করপোরেশন।

(ঢাকাটাইমস/২৪জুন/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সিরাজদিখানে নারী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

এমপি আনার হত্যা: ঝিনাইদহে আ.লীগ নেতা গ্যাস বাবু আটক

এমপি আনার হত্যা: নেপালে গ্রেপ্তারকৃত সিয়ামকে হেফাজতে নিয়েছে ভারতের সিআইডি: ডিএমপি কমিশনার

অবৈধ সম্পদ গড়া উত্তম কুমার কোথায়? ভারতে নাকি ইউরোপ-আমেরিকায়?

রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি 

এমপি আনার হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বাংলাদেশে গ্রেপ্তার ৩ আসামিই

শিপইয়ার্ড থেকে সাত কোটি টাকা দামের জাহাজ গায়েব!

হাত বদলে মালয়েশিয়া যায় ধর্মমন্ত্রীর আইফোন, যেভাবে উদ্ধার করল ডিবি

এমপি আনার হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন আরেক আসামি

আনার হত্যা: নেপাল থেকে ফিরে যা বললেন ডিবিপ্রধান হারুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :