বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নরকে বয়কট সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৪, ১৮:৩৩| আপডেট : ০৭ জুন ২০২৪, ১৮:৪৭
অ- অ+

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা অবাধ তথ্য প্রবাহে বাধা দেওয়ার প্রতিবাদে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের বক্তব্য বয়কট করেছেন অর্থনীতি বিটের সাংবাদিকরা।

শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলন করা হয়। এতে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বয়কট ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফ্লোর পেয়ে রেফায়েত উল্লাহ মীরধা বলেন, বাংলাদেশ ব্যাংকে কয়েক মাস ধরেই এই বিটের সাংবাদিকরা অবাধে প্রবেশ করতে পারছে না। এ নিয়ে গভর্নরের সঙ্গে নানা আলোচনা হয়েছে। কিন্তু তিনি সমাধান করেননি। ঝুলিয়ে রেখেছেন। তাই আজকের এই সংবাদ সম্মেলনে গভর্নর যেন কোনো বক্তব্য না দেন।

ইআরএফ সভাপতি বলেন, ‘গভর্নর যদি কোনো বক্তব্য দেন, তাহলে আমরা (সাংবাদিক) তার বক্তব্য বয়কট করবো।এ সময় সংবাদ সম্মেলনে নিউজ কভার করতে আসা ব্যাংক বিটের উপস্থিত সাংবাদিকরা সমস্বরে আওয়াজ দিয়ে ইআরএফ সভাপতির কথায় সহমত পোষণ করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম, গৃহায়ণ গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কৃষিমন্ত্রী . মো. আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৭জুন/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
মেঘনা ব্যাংকের অফিসারদের ট্রেইনিং কোর্সের উদ্বোধন
সরকারের ভেতর থেকে নির্বাচন চায় না, মনে করেন রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা