আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে মুত্যুর ঘটনায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৫:১৩
অ- অ+

আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই ঘটনায় নিহত আবুল কাশেমের মামা আজিজুল ইসলাম আশুলিয়া থানায় এ মামলা করেন।

মামলায় ইউপি সদস্যসহ সাতজনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হলেন- বাড়ির মালিক সামছুদ্দিন, কেয়ারটেকার জহিরুল, যুবলীগ নেতা কুসুম মোল্লা, তার ভাই হুমায়ূন মোল্লা, স্থানীয় ইউপি সদস্য জাকির, সপু ও আলমগীর।

আজিজুল ইসলাম জানায়, গত ৪ জুলাই ভোরে আশুলিয়ার দূর্গাপুর পূর্বচালা এলাকায় সামছুদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষের ভাড়াটিয়া গার্মেন্ট শ্রমিক আবুল কাশেম, তার স্ত্রী ফাতেমা ও ছয় বছরের শিশু সন্তান আল-আমিন দগ্ধ হয়। পরে ৫ জুলাই রাতে সাভারের এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আল-আমিন ও পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেমের মৃত্যু হয়। সবশেষ গত ৭ জুলাই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমারও মৃত্যু হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এএসআই) সামিউল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাটাইমস/৯জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা