শরীরের অসুস্থতা জানিয়ে দেয় নখ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১০:১৮| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১১:২১
অ- অ+

শরীরে কোনো রোগ বাসা বাঁধছে কি না, তা বলে দেয় মানুষের নখ। নখের কিছু বৈশিষ্ট্য জানান দেয় শরীরে কিছু রোগের লক্ষণ। অনেক সময়ই দেখা যায়, নখে কিছু দাগ বা স্পট দেখা দিয়েছে। আপনার স্বাস্থ্য কেমন, তা জানিয়ে দেয় নখের উপর কিছু পরিবর্তন। জেনে নিন শরীরের অসুস্থতা নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য, যা নখ বলে দেয়।

নখ সহজেই ভেঙে যায়

নখ অনেক সময় অনেকের সহজেই ভেঙে যায়। এক্ষেত্রে চিকিত্‍সা বিজ্ঞানীরা বলছেন, থাইরয়েড পরীক্ষা করানো প্রয়োজন। ভঙ্গুর নখ অনেক সময় হাইপোথাইরয়েডিজম এর লক্ষণ। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি ও বায়োটিনের অভাব থাকতে পারে শরীরে।

নখের নিচের অংশে অর্ধচন্দ্রাকৃতি দাগ

নখের নিচের অংশে অনেকের অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে। এটি ফুসফুসের সমস্যার জানান দেয়। অর্থাত্‍ আপনার ফুসফুস বেশি অক্সিজেন রক্তে মেশাতে পারছে না। এই ধরনের নখের ক্ষেত্রে অনেক সময় নীলচে ভাবও দেখা যায়।

সোরিয়াসিস

সোরিয়াসিস ত্বকের সমস্যা। তবে অনেকের নখেও দেখা দেয়। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে নখে সোরিয়াসিস হয়। নখ খুবই ভঙ্গুর হয়ে যায় এ ক্ষেত্রে।

সাদা নখের উপরে গোলাপী স্ট্রাইপ

যদি সাদা নখের উপরের ভাগে গোলাপী স্ট্রাইপ হয়, তাহলে বিষয়টি চিন্তার৷ এই ধরনের নখ মানে লিভারের গোলমাল। লিভারের আকৃতি ঠিক আছে কি না, পরীক্ষা করানো দরকার।

নখের রং ফ্যাকাসে

নখের রং যদি ফ্যাকাসে বা হলেদেটে হয়, তা হলে তা ডায়াবেটিস হওয়ার পূর্ব লক্ষণ।

ঢাকা টাইমস/০৬আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সিগারেট অত্যন্ত সস্তা-সহজলভ্য, করারোপ ও মূল্যবৃদ্ধি জরুরি
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা