বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১১:৫২
অ- অ+

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর আহত ২১ সদস্যের মধ্যে ১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে তারাও আশঙ্কামুক্ত।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বৈরুত বন্দরের একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়-এর ২১ জন সদস্য আহত হন।

আহত ২১ জন নৌবাহিনী সদস্যের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যরাও আশঙ্কামুক্ত।

আইএসপিআর জানায়, আহতদের মধ্যে গুরুতর আহত হন নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন উর রশীদ। তিনিও বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে সেখানে নিয়োজিত যুদ্ধজাহাজ বিজয়ে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আহত ২১ সদস্যরা।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এনআই/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিস্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড়ভাই দেলোয়ার গ্রেপ্তার
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা