সোনাইমুড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৮:০৭
অ- অ+

নোয়াখালীর সোনাইমুড়ীতে তাজ নেহার বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাকে হত্যার অভিযোগ এনে নিজের বাবাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহত ওই গৃহবধূর ছেলে।

নিহত তাজ নাহার ওই গ্রামের পিডিবি’র অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহেরের স্ত্রী।

নিহতের ছেলে রুবেল হোসেন অভিযোগ করে জানান, কিছুদিন আগে তারা একটি জমি কেনে। এ নিয়ে তার বাবা আবু তাহের তার মা তাজ নেহার বেগম ও তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়েছিলেন। গত তিন দিন আগে তাজ নেহার বেগমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু তাহের তাকে হত্যার হুমকি দেন। সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজন সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতের কোনো এক সময়ে আবু তাহের ঘুমের মধ্যে তাজ নেহার বেগমকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ মৃত্যুর ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা