নেইমার-এমবাপেকে ছাড়ছে না পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ১৫:১৪
অ- অ+

শেষ মুহূর্তের ম্যাজিকে আটালান্টাকে স্তব্ধ করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে পিএসজি। ৯০ এবং ৯২ মিনিটে মার্কুইনোস এবং এরিক-ম্যাক্সিম চুপো মোটিং গোল করে পিএসজিকে জয় এনে দিয়েছেন। পুরো ম্যাচেই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার, দলের প্রথম গোলের অ্যাসিস্টও তার। আর বদলি হিসেবে নেমে সদ্য চোট থেকে সেরে ওঠা কিলিয়ান এমবাপেও আলো ছড়িয়েছেন, দলের জয়সূচক গোলটি বানিয়ে দিয়েছেন তিনি। আর সেজন্যই দলের এই দুই সুপারস্টারকে ছাড়তে রাজি নন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

ফ্রেঞ্চ টিভি চ্যানেল আরএমসি স্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার-এমবাপেকে পিএসজি কোনোমতেই ছাড়ছে না বলে জানিয়েছেন খেলাইফি, ‘এমবাপে আর নেইমার বিশ্বসেরা খেলোয়াড়দের মাঝে অন্যতম। তাদের নাম বিশ্বের সেরা পাঁচজন বা তিনজনের মাঝে থাকবে। নেইমার ম্যাচসেরা হয়েছে, সে দারুণ খেলেছে। গত ৩ মাসে আমরা নেইমারকে আবার ফিরে পেয়েছি, সে দলে অনেক কিছু পরিবর্তন করেছে। আমার কাছে এটা বিশেষকিছু মনে হয়েছে।’

নেইমার আর এমবাপে দুইজনের সঙ্গেই পিএসজির চুক্তি ২০২২ পর্যন্ত। তাই এখন থেকেই নতুন চুক্তির জন্য তাদের সঙ্গে আলোচনা শুরু করবে পিএসজি। নেইমারকে বার্সেলোনা আবারও ফিরিয়ে নিতে চায় কাতালান ক্লাবটিতে আর এমবাপেও দীর্ঘ সময় ধরেই রিয়াল মাদ্রিদের রাডারে রয়েছেন। এমন অবস্থায় এই দুই তারকার ভবিষ্যৎ নিয়ে পিএসজি কী ভাবছে, সেটা জানালেন খেলাইফি নিজেই, ‘তারা দুইজনই এখানে থাকবে। তাদের কেউই কখনো ক্লাব ছাড়বে না।’

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা