ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ২২:২৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামে আসমা (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শান্তিবাগের মুজাম্মেল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারুয়া গ্রামে খৎনার দাওয়াতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। তারপর দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

এদিকে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে নোহা (০৪) পুকুরে ডুবে মারা গেছে। সে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা