মাস্ক বিক্রির ঘোষণায় ট্রোলড সালমান

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ০৯:২৫

পৃথিবীতে মহামারি করোনা আসায় মাস্কের ব্যবসায় ভরা জোয়ার। ব্র্যান্ড-নন ব্র্যান্ডের মাস্কে বাজার একেবারে সয়লাব। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মাস্ক বিক্রি করছেন। এই কাজে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খানও। সম্প্রতি নিজের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর পক্ষ থেকে মাস্ক বিক্রির কথা ঘোষণা করেছেন ভাইজান। সেই ব্র্যান্ডের মাস্ক পরে ইনস্টাগ্রামে সম্প্রতি ছবিও শেয়ার করেছেন।

তাতেই ঘটেছে বিপত্তি। তীব্র সমালোচনার শিকার হয়েছেন সালমান খান। বলতে গেলে নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়ে তাকে। অনেকেই সালমানের বিরোধিতা করতে শুরু করেছেন যে, টাকা দিয়ে মাস্ক কেনার জন্য এভাবে প্রচার চালাবেন একজন সুপার স্টার? ভারতের মতো দেশে যখন অতিমারীর পরিস্থিতি, সেখানে সালমানও ব্যবসা করতে নেমে পড়লেন?

একজন তো সালমানের উপর ভয়ংকর রেগে প্রশ্ন করেছেন, ‘আপনি নিশ্চিত আপনি এখনো মানুষ রয়েছেন? এত বছর তো মুখোশ পরেছিলেন। অনেকে আবার এ নিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গও টেনে নিয়ে এসে আক্রমণ করেছেন সালমানকে। একজন লিখেছেন, ‘এখন এই ব্যক্তি মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা সালমান।’ অনেকে আবার বিইং হিউম্যানের সমস্ত সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন।

অনেকে আবার সালমানের হয়ে কথা বলেছেন। তাদের দাবি, মানুষের প্রতি সালমানের সবসময়ই ভালোবাসা রয়েছে। করোনাকালে তিনি বহু মানুষকে অর্থ, খাদ্য এবং করোনা প্রতিরোধের বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। মুম্বাই পুলিশকেও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিলেন। এছাড়া পুলিশ দপ্তরের সবাইকে স্যানিটাইজার দিয়েছেন। তবে বরাবরের মতো এবারও সলমান নিজে কোনো মন্তব্য করেননি।

ঢাকাটাইমস/১৭আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :