মসজিদে বিস্ফোরণে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে যেকোনো বিভাগ বা কর্মকর্তার গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তল্লা ঘনবসতিপূর্ণ এলাকা। গ্যাসলাইন আছে। মসজিদের বর্ধিত অংশের ওপর দিয়ে গ্যাসলাইন গিয়েছে। এসির লাইনে শর্ট সার্কিট হয়েও বিস্ফোরণ ঘটতে পারে। কারণ তার কিছুক্ষণ আগে নাকি বিদ্যুৎ চলে গিয়েছিল।’

শুক্রবার রাতে এশার নামাজের সময় ছয়টি এসি একসঙ্গে বিস্ফোরিত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওই সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। ফরজ নামাজ শেষে তারা সুন্নত নামাজ পড়ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে অন্তত ১৬ জনের মৃত্যু হয়।

ঘটনার বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘কীভাবে হয়েছে সেটি বড় বিষয় না। বড় বিষয় হলো এতগুলো মানুষ মারা গেছেন। কোনোভাবে কোনো সরকারি বিভাগ বা অফিসারের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’

এসির সংযোগ দেয়ার সময় বিদ্যুৎ অফিসের মাধ্যমে তা পরীক্ষা করে নেয়ার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব মসজিদে এভাবে বিশালভাবে এসি লাগানো হয়েছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিস থেকে সংযোগ পরীক্ষা করিয়ে নেয়া উচিত। কারণ নিম্নমানের তার ও সার্কিট ব্যবহার করা হচ্ছে অনেক ক্ষেত্রে। অনেকে অনেক কিছু করছে, কিন্তু কেউ কোনো নিয়ম মানছে না। কোনো সাবধানতা অবলম্বর করা হচ্ছে না। আমার কনসার্ন হচ্ছে সেটা। আমাদেরও আরও সাবধান হতে হবে।'

এই ঘটনার তদন্ত প্রতিবেদন এলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও আশা প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মানসিকতার পরিবর্তন না হলে সমৃদ্ধ রাষ্ট্র গঠন কঠিন হয়ে যাবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে গ্রিস

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা, কমেছে খোলা তেলের

কর ব্যবস্থা সংস্কার করলে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :