আল্লামা শফীর মৃত্যুতে শোকের ছায়া ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯
অ- অ+

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল সন্ধ্যায় ঢাকার আসগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই আলেম।

সর্বজন শ্রদ্ধেয় আল্লামা শফীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। আলেম সমাজের পাশাপাশি শোকাহত সারা জাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছেয়ে গেছে আল্লামা শফীর স্মৃতিচারণে। আলেম, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক স্ট্যাটাসে তারা হেফাজতের আমিরের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

দেশবরেণ্য এই আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফেসবুকে আল্লামা শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হেফাজতের ইসলামের আমিরের মৃতুতে শোক প্রকাশ করে তরুণ আলেম মিজানুর রহমান আজহারী ফেসবুকে লিখেছেন, আল্লাহ তায়ালা ওনাকে ক্ষমা করুন, ওনার সকল খিদমাত কবুল করুন এবং জান্নাতের উচ্চ মাক্বাম নসিব করুন।

আল্লামা শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আল্লামা শফীর মৃত্যুর খবরটি জানিয়ে সদ্য প্রয়াত এই আলেমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালের তৃতীয় তলার আইসিইউর ৮ নম্বর বেডে ভর্তি করা হয়।

শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হেফাজতের আমিরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় গেন্ডারিয়া আসগর আলী হাসপাতালে ভর্তি করা হলে ৬টা ২০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০৩ বছর।

জানাজা ও দাফনের জন্য হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মরদেহ এখন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা হবে। এরপর মাদ্রাসার কবরস্থানেই চিরনিদ্রায় সমাহিত করা হবে প্রখ্যাত এই আলেমকে।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা