তিন জেলা পরিষদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:১০
অ- অ+

শূন্য হওয়া তিনটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তিন জেলা পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করা হয়।গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন শামসুল হক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান। মাদারীপুরে মনোনয়ন পেয়েছেন মুনির চৌধুরী, তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আর মৌলভীবাজারে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা গত ১০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান গত ২৫ জুলাই বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন।

আর মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট ইন্তেকাল করেন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা