নড়াইলে ডিসলাইন বন্ধ, ১০ হাজার গ্রাহক সেবা বঞ্চিত

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১৪:২২| আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৪:২৫
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলায় মধুমতি ক্যাবল ডিসলাইনের তার দুর্বৃত্তরা কেটে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডিসলাইন বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। গত সোমবার রাত ৮টা থেকে কালিয়া ও নড়াগাতি থানা এলাকায় ডিস সংযোগ বন্ধ রয়েছে। এতে ১০ হাজার গ্রাহক সেবা থেকে বঞ্চিত রয়েছেন।

মধুমতি ক্যাবল ডিসলাইনের মালিক আসলাম ভূঁইয়াসহ ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়ার বড়দিয়া এলাকায় হঠাৎ করে ডিসলাইনের তার কেটে দেয় দুর্বৃত্তরা। এর আগে গত ৩ অক্টোবর রাতে দুর্বৃত্তরা আরও চার এলাকার ডিসলাইন কেটে দেয়। তাদের লাইন কেটে দিয়ে খুলনা থেকে আনা অবৈধ ডিসলাইন সংযোগ দিচ্ছে তারা। এতে মধুমতি ক্যাবল ডিসলাইন ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি দ্রুত সুরাহার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ডিসলাইন মালিকরা।

তারা বলেন, ‘নীতিমালা অনুযায়ী এক জেলার ডিসলাইন অন্য জেলা সংযোগ দিতে পারবে না। তবুও খুলনা ভিশনের ডিসসংযোগ কালিয়া ও নড়াগাতির বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে। এদিকে বৈধভাবে পরিচালনার পরও একটি মহল আমাদের ডিস ব্যবসায় বাধা দিচ্ছে।’

এ পরিস্থিতিতে ডিসলাইন নির্বিঘ্নে চালু রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে গত রবিবার দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ করেন ভুক্তভোগীরা। এরই মধ্যে সোমবার রাতে আবারো তার কেটে দিয়েছে তারা।

এদিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা ও নড়াগাতি থানার ওসি রোকখানা খাতুন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
প্রচণ্ড গরমে শরীর শীতল রাখে জাদুকরী যেসব পানীয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা