মির্জাপুরে টিলা কাটায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ধানচালায় পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
অভিযানে মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, পাথরঘাটা গ্রামের মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে পাহাড়ের টিলা কেটে মাটির ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকার ধানচালা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। পরে শহিদ ও ফরহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন বলেন, পাহাড় রক্ষার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকাটাইমস/১২অক্টোবর/ইএস

মন্তব্য করুন