ময়মনসিংহে মায়ের পরকীয়ার বলি সন্তান, গ্রেপ্তার ৫

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৭:১৪| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৭:১৬
অ- অ+

পাষন্ড মায়ের পরকীয়ার কথা জানতে পারায় প্রাণ দিতে হলো সন্তানকে। মা ও তার প্রেমিকের পরিকল্পনায় নির্মম হত্যার শিকার হতে হয়েছে ১৫ বছরের কিশোর পারভেজ মিয়াকে।

গত ১১ অক্টোবর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে উদ্ধার হয় স্কুলছাত্র পারভেজ মিয়ার লাশ। খবর পেয়েই হত্যার রহস্য উন্মোচনে মাঠে নামে র‍্যাব-১৪। চার দিনের ব্যবধানে ক্লুলেস এ হত্যা রহস্য উন্মোচন করে প্রধান পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ময়মনসিংহ র‍্যাব-১৪ এর প্রেস ব্রিফিংয়ে নির্মম ও বর্বরোচিত এ হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী তুলে ধরেন র‍্যাব-১৪ এর উপপরিচালক ফজলে রাব্বি।

এই র‌্যাব কর্মকর্তা জানান, উচাখিলা ইউনিয়নের মো. এমদাদুল হকের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন হত্যার শিকার পারভেজের মা রোজিনা আক্তার। এক সময় তাদের পরকীয়ার কথা জেনে যায় কিশোর পারভেজ। পথের কাঁটা পারভেজকে সরিয়ে ফেলতে প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেন রোজিনা আক্তার। পরিকল্পনা মতো হত্যার জন্য ভাড়া করা হয় আরও তিনজনকে। এভাবে গর্ভধারিণী মায়ের পরিকল্পনায় খুন হয় তারই নাড়িছেঁড়া ধন কিশোর পারভেজ।

গ্রেপ্তার আসামিরা হলেন, নিহতের মা রোজিনা আক্তার, তার প্রেমিক মো. এমদাদুল হক, ভাড়াটে হত্যাকারী মো. গনি, সুলতান উদ্দিন ও রুহুল আমিন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা