চার-ছক্কায় গেইলের ১০ হাজার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ১৮:৫১
অ- অ+

টি-টুয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক রেকর্ডের জন্ম দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। টি-টুয়েন্টি ক্রিকেটে চার-ছক্কার হিসেবে দশ হাজার রান করলেন গেইল। অর্থাৎ, টি-টুয়েন্টি ক্রিকেটে ১০২৭টি চার মেরেছেন তিনি। এতে তার রান ৪,১০৮। ৯৮৩টি ছক্কা মেরেছেন গেইল। এখানে তার রান ৫,৮৯৮। চার-ছক্কা মিলিয়ে গেইলের সর্বমোট রান ১০,০০৬। যা টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কেউই এখনো করতে পারেননি, এমনকি ধারে-কাছেও নেই।

টি-টুয়েন্টি ক্রিকেটে বহু আগেই ১০হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন গেইল। ৪০৫ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩,৩৪৯ রান গেইলের। আর গতকাল রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৩১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৪৫ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রান করেন গেইল।

এই ইনিংস খেলার ফলে শুধুমাত্র চার-ছক্কাতেই এই ফরম্যাটে ১০হাজার পূর্ণ করেন ইউনিভার্স বস গেইল।

গেইলের মত চার-ছক্কায় না পারলেও, টি-টুয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মালিক আরও দু’জন রয়েছেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক। পোলার্ড ৫১৯ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫১টি হাফ-সেঞ্চুরিতে ১০,৩৮১ রান করেছেন। পোলার্ডের রয়েছে ৬৬৫টি চার ও ৬৮৫টি ছক্কা।

সদ্যই ১০হাজার রানের ক্লাবে নাম লেখান মালিক। ৩৯৮ ম্যাচে সেঞ্চুরি ছাড়া ৬২টি হাফ-সেঞ্চুরিতে ১০,০৭৭ রান করেছেন মালিক। তার রয়েছে ৭৯০টি চার ও ২৯৯টি ছক্কা।

(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা