আইপিএল থেকে ছিটকে গেলেন ব্র্যাভো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৬:২৬

রাজস্থান রয়্যালসের কাছে গত ম্যাচে হেরে তাদের প্লে-অফের আশা যে কার্যত শেষ হয়ে গিয়েছে তা স্বীকার করে নিয়েছেন খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর থেকে যে বিপত্তি চেন্নাই সুপার কিংস শিবিরে শুরু হয়েছিল তা থেকে বেরিয়ে এসে চলতি টুর্নামেন্টে মেজাজে পাওয়া যায়নি ইয়েলো ব্রিগেডকে। প্রতি পদে অনুভব হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়নার অনুপস্থিতি।

সবমিলিয়ে ১০ ম্যাচে মাত্র তিনটি জয়ে লিগ টেবিলে একেবারে শেষে থাকা দলটায় ফের বিপত্তি। লিগের বাকি ম্যাচগুলোতে ইউটিলিটি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর সার্ভিস পাবে না তারা। কুঁচকির চোটে অবশিষ্ট আইপিএল থেকে ছিটকে গেলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। গত দিল্লি ক্যাপিটালস ম্যাচে চোটের কারণে শেষ ওভারে বল করতে পারেননি ব্র্যাভো। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নেমেছিল সিএসকে। এবার চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলা হবে না অলরাউন্ড ক্রিকেটারের।

চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘ব্র্যাভো কুঁচকির চোটের কারণে চলতি আইপিএলে আর কোনও ম্যাচ খেলতে পারবেন না। দু-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরে যাবেন।’

গত ম্যাচে হারের পর ধোনি জানিয়েছিলেন প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে গেলেও বাকি ম্যাচগুলি জিতে সসম্মানে লিগ শেষ করার চেষ্টা করবেন তারা। ব্র্যাভোর ছিটকে যাওয়া সেই পরিকল্পনায় যে ধাক্কা দেবে, তাতে সন্দেহ নেই।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :