পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না ৭ দিন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১০:২৭| আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১০:৩২
অ- অ+

শরৎ ও হেমন্তের মেঘমুক্ত দিনে পঞ্চগড় থেকে দেখা যায় দূরের হিমালয় পর্বতশৃঙ্ঘ কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ। একারণে এ সময়টিতে শুধু স্থানীয়রা নয়; দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমী পর্যটকরাও ছুটে যান সেই ‍দৃশ্য দেখতে। গত অক্টোবর মাস জুড়েই সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র চর্চায় ছিল কাঞ্চনজঙ্ঘা। তবে শীতের পদধ্বনী পেয়ে ক্রমেই দৃষ্টিসীমার আড়ালে চলে যাচ্ছে মোহনীয় এই শৃঙ্গ।

কুয়াশার কারণে আগামী ৭ দিন পঞ্চগড় থেকে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।

পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (২৯, ৩০ ও ৩১ অক্টোবর) টানা ৩ দিন আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও রবিবার থেকে তা আর দেখা যাচ্ছে না।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবার তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ তা ২ ডিগ্রি বেড়েছে।

পঞ্চগড়ে তাপমাত্রা কমতে থাকায় বাড়ছে শীত। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সাথে কুয়াশায় ঢাকা পড়ছে জেলার বিভিন্ন এলাকা।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা